Tuesday, August 7, 2018

Bengali Jokes History

জামাইষষ্ঠীর উৎসবের ইতিহাস ও বর্তমান !!
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

সৌজন্যে > তনিমা চক্রবর্তী

মা ষষ্ঠী হলেন " সন্তান গর্ভধারণের ও রক্ষার দেবী "

তাহলে স্বয়ং শাশুড়ি মা তো মা ষষ্ঠীর মতোই বলা যায় -- জামাই ও কন্যার রক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ !

যদিও জামাই সম্পর্কে একটা কথা প্রায় প্রবচন আছে , সেটা বোধহয় অনেকেই জানে ......
 " যম - জামাই - ভাগনা , কেউ নয় আপনা " !

কি জানি , জামাই বাবাজীবনকে এমন দুরআত্মীয় ভাবা হয় কেন ! তবুও এই জামাইকে নিয়ে কেন যে উৎসবের এত আহামরি আয়োজন , কে জানে ! ?

যে জামাই কখনও আপন হয়না , তাহলে এত ঘটা কেন ! ১০৮ টি দূর্বাবাঁধা আঁটি , সাত থেকে ন ' টা ফল কেটে নাকি কাঁঠাল পাতার ওপর সাজিয়ে দিতে হয় শাশুড়ি মা - কে !! এ কি তোষামোদ !!

এখন দেখি , এই জামাই ষষ্ঠীর ইতিহাসটা কী !!

তো , শোনা যায় , হিউয়েন সাঙ তখন সবে ভারতের এসেছেন, এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছেন আর নিজের ডাইরিতে ভ্রমণ কাহিনী লিখে রাখছেন !

ভারতের অনেক জায়গা ঘুরে দেখার পর এই বাংলায় পদার্পন করেন, সময়টা ছিল মে মাস , প্যাচ প্যাচে গরম !

একদিন বাংলার একটি গ্রামের মেঠো পথ ধরে হেঁটে বেড়াচ্ছে এমন সময় " উলুধ্বনি " শোনেন !

এরকম উলু উলু ধ্বনি শুনে এই শব্দের উৎপত্তি কি!! কেন এরকম আওয়াজ হচ্ছে!!

সেটা জানতে খুব উৎসাহ বোধ করলেন, এবং যে বাড়ি থেকে এরকম শব্দ আসছিল সেখানে ঢুকে পড়লেন !

তাঁর মতো এরকম একটা অদ্ভুত চেহারার লোককে বাড়িতে ঢুকতে দেখে দেখে বাড়ির বাকি পুরুষ মহিলারা অবাক এবং ভয়ও পেল
 কিন্তু ঐ বাড়িতে একজন পণ্ডিত মানুষ ছিলেন, তিনি সেই সময়ে দেশের নানা খবর রাখতেন !

হিউয়েন সাঙ -- নামক একজন চৈনিক পরিব্রাজকের নাম কানে এসেছিল, দেখেই চিনতে পারলেন এই সেই হিউয়েন সাঙ, তাই তাঁকে সাদরে বাড়ির ভেতর নিয়ে গেলেন।

বাড়িতে পদার্পণ করেই হিউয়েন সাঙ দেখেন বাড়িতে খুব ভিড় , মহিলারা খুব সেজেগুজে আছে ,নিজেদের মধ্যে খুব হাসাহাসি করছে, একজন পুরুষ মানুষ ধুতি পাঞ্জাবি পরে মাটিতে সুন্দর একটি আসনে বসে আছে আর তার সামনে অনেক খাবার সাজানো !

সেই পুরুষমানুষ - কে ঘিরে যে সব মহিলা দাঁড়িয়ে আছেন তারা নিজেদের জীব নাড়িয়ে ওই অদ্ভুত শব্দের সৃষ্টি করছেন !

হিউয়েন সাঙ তখন অনেকদিন হয়ে গেল ভারতের ঘুরে বেড়াচ্ছেন, ভারতীয়দের আচার ব্যবহার সম্বন্ধে ধীরে ধীরে অভিজ্ঞতাও সঞ্চয় করেছেন |

তাই,এই অনুষ্ঠান দেখে বুঝতে পারলেন এখনেই কোন একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে।

কি অনুষ্ঠান হচ্ছে ? সে ব্যাপারে বাড়ির সেই পন্ডিত মানুষ কে জিজ্ঞাসা করাতে সে ইশারায় আকার ইঙ্গিতে জানিয়ে দিল এই বাড়ির একটা মেয়ের বিয়ে হয়েছে,বিয়ের পর প্রথমবার মেয়ে জামাই বাড়িতে এসেছে, এবং জামাইকে যত্ন করে খাওয়ানো হচ্ছে ।

হিউয়েন সাঙ দেখলেন জামাই এর সামনে ইয়া বড় থালা, আর থালা ঘিরে কুড়িটার ও বেশী বাটিতে নানা রকম ব্যঞ্জন সাজানো।

একে ভরদুপুর, তায় অনেকটা হেঁটে এসেছেন আর সামনেই এতো খাবার .....!!

এসব দেখে, হিউয়েন সাঙ এর ও খুব খিদে পেয়ে গেল।

তিনিও জামাইএর উল্টো দিকে একটা আসন পেতে নিজের ঝোলা থেকে একটা প্লেট, একটা চা এর কাপ , একটা টিফিন বক্স, একটা কেটলি আর একটা সসের বোতল বের করে রাখলেন !

তিনি প্রথম চা এর কাপে চা ঢেলে নিলেন, কারণ চিনাদের চা খুব প্রিয় পানীয়, তার পর টিফিন বক্স খুলে তার থেকে সাদা সাদা সুতোর মতো চাউমিন প্লেটে ঢেলে তার ওপরে সসের বোতল খুলে একটু সস ঢেলে খাওয়া শুরু করলেন।

ঐ বাড়ির লোকেরা ' চা ' কি জিনিস সেটা বা চাউমিন আর সসের সম্বন্ধে তাদের কোন ধারনাই ছিল না |

সাদা সুতোর মতো জড়ানোমোড়ানো একটা জিনিস তার ওপরে চাটনির মত লাল জিনিস, এরকম খাবার বস্তু তারা আগে কখন দেখেনি !

উল্টো দিকে বসা জামাইও এরকম খাবার দেখে অবাক !

হিউয়েন সাঙ তখন চোখ বুঝে তৃপ্তির সাথে চাউমিন উইথ সস অ্যান্ড টি খেয়ে যাচ্ছেন, হঠাৎ চোখ খুলে দেখেন বাড়ির সব লোক তো বটেই আর তার উল্টো দিকে বসা জামাই কেমন জুলু জুলু চোখে তার খাবারের দিকে তাকিয়ে আছে, তখন হিউয়েন সাঙ তাকে আর একটা প্লেটে একটু চাউমিন , সস আর আর কাপে টি খেতে অনুরোধ করলেন।

এই নতুন খাবারের স্বাদ পেয়ে জামাই তো হেভি খুশি, আর জামাই খুশি বলে বাড়ির বাকি সবাই ও খুব খুশি , বাড়ির আনন্দ উৎসবের মাত্রা দ্বিগুণ হয়ে গেল সবাই মিলে হিউয়েন সাঙ কে ধন্যবাদ দিলেন।

আর হিউয়েন সাঙ ও এই ঘটনাকে নিজের ডাইরিতে লিখে রাখলেন “জামাই সস টি” উৎসব হিসাবে।

পরবর্ত্তী কালে, এক ইংরেজ অনুবাদক যিনি ইষ্ট ইন্ডিয়া কোম্পানী উচ্চপদে আসীন ছিলেন, চীনাভাষার সেই ডায়রীটাকে আবিস্কার ও অনুবাদ করার চেষ্টা করেন | কিন্তু “জামাই সস টি” ব্যপারটা বুঝতে না পেরে শব্দটি অবিকল ঐ একই রেখে দেন |

ইংরেজভক্ত রাজা নবকৃষ্ণ দেব ঐ ইংরেজকে খুশী করতে, ওনার অনুবাদমতন একটা অনুষ্ঠান শুরু করেন |

কালে কালে, এই অনুষ্ঠানই “জামাই সস টি” নামে পরিচিতি পায় | বিংশ শতাব্দীর বানান সংস্কারেরা পরে ণত্ব~ষত্ব বিধান মেনে “জামাইষষ্ঠী” বানানটি ব্যবহার শুরু করেন !

Tit for Tat joke in Bengali

এক ভদ্রলোক প্রায়ই তার স্ত্রীকে অপমানজনক কথা বলেন। স্ত্রী প্রতিবার এসব শুনে কাঁদতে কাঁদতে বাথরুমে ঢুকে দরজা  বন্ধ করে দেন।তারপর কিছু সময় বাদে হাসতে হাসতে বেরিয়ে আসেন।
ভদ্রলোক স্ত্রীর হাসির পেছেনের রহস্য বুঝতে পারেন না। পরের বার আরো বেশী করে অপমান করেন। কিন্তু স্ত্রীর আচরনে কোনো পার্থক্য দেখতে পান না। স্ত্রী সেই কাঁদতে কাঁদতে বাথরুমে যান আবার কিছুক্ষন পরে হাসতে হাসতে বেরিয়ে আসেন। ভদ্রলোক হাসির কারন জিজ্ঞেস করেও কোনো উত্তর পান না।
বহুবছর পর, ভদ্রলোক যখন মৃত্যুশয্যায় তখন তিনি আবার এই হাসির কারন জানতে চাইলেন।এই একটি ব্যাপার তার কাছে এতদিন ধরে রহস্যময় থেকে গেছে।
স্ত্রী হাসতে হাসতে বললেন, তোমার অপমানের শোধ নিতাম বাথরুমে ঢুকে। আর শোধ নেওয়া হয়ে গেলে, আমার দুঃখ চলে যেত।
ভদ্রলোক জানতে চাইলেন, সেটি কিভাবে!
স্ত্রী বললেন, তোমার টুথব্রাশটা দিয়ে কমোড ঘসে দিতাম।আর হাসতাম এই ভেবে যে কাল সকালে তুমি ওটি দিয়েই দাঁত ব্রাশ করবে!

Hot jokes

লাইব্রেরিতে পড়তে গিয়ে একটা মেয়েকে
বললাম,
‘অামি কি আপনার পাশের চেয়ারে বসতে পারি?
: মেয়েটা চিৎকার করে উঠল এবং বলল,
আমার সাথে রাত কাটাতে চাও?
এত্ত বড় সাহস?
লাইব্রেরির সবাই আমার দিকে কটমট চোখে তাকালো!
আমি সাংঘাতিক লজ্জা পেলাম।
: ঘন্টাখানেক পর মেয়েটা আমার কানে কানে এসে বলল, ‘আমি সাইকোলজির স্টুডেন্ট। কীভাবে মানুষকে লজ্জা দিতে হয় সেটা খুব ভালো করে জানি?

আমি চিৎকার করে উঠে বললাম,
এক রাতের জন্য ১০ হাজার টাকা চাও?
এটা অনেক বেশি।
লাইব্রেরির সব মানুষ বিস্মিত চোখে মেয়েটার দিকে তাকাল।

মেয়েটা লজ্জায় অজ্ঞান হয়ে গেল!
আমি তার কানে কানে গিয়ে বললাম,
আমি আইনের ছাত্র। কীভাবে বিনা অপরাধে কাউকে দোষী বানাতে হয়,
সেটা আমি খুব ভালো করে জানি?😜😜😜😜😜😜😜😜

Non veg sexy jokes

একটি লোক বারে বসে একটি হানিক্যান বিয়ার অর্ডার দিতেই পাশে বসা এক সুন্দরী মহিলাও হ্যানিক্যান অর্ডার দিয়ে বললোঃ  কি অদ্ভুত মিল। আপনার আমার প্রিয় হানিক্যান  বিয়ার। বাই দ্য ওয়ে, আমি রত্না, আপনি?
ভদ্রলোকঃ আমি রতন।
মহিলাঃ দেখুন আপনার আর আমার নামের প্রথম অক্ষর এক, নামের অর্থও এক। আপনি কি নিয়মিত আসেন?
ভদ্রলোকঃ না, আমি সেলিব্রেট করতে এসেছি।
মহিলাঃ এখানেও আপনার সাথে অদ্ভুত মিল, আমিও সেলিব্রেট করতে এসেছি। জানতে পারি কিসের?
ভদ্রলোকঃ আমার পোল্ট্রি ফার্মের মুরগীগুলো প্রায় চার বছর যাবৎ ডিম দিচ্ছে না। আজ সকালে ডিম দিয়েছে সেই আনন্দ উদযাপনের জন্য আসা।
মহিলাঃ এখানে আমার সাথে আপনার অদ্ভুত মিল। আমার চার বছর বিবাহিত জীবন। সন্তান হচ্ছিলো না। আজই প্রেগনেন্সি পজিটিভ হলো। কিভাবে মুরগী ডিম দিলো?
ভদ্রলোকঃ আমি মোরগ চেঞ্জ করেছিলাম।আপনি?
মহিলা মৃদু হেসে বললোঃ

কি অদ্ভুত মিল...!!!

What's app jokes in Bengali

আ’মরি বাংলা ভাষা

নিচে কটি প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হলো, প্রশ্ন-উত্তর গুলি নিজে নিজেই মজার এবং অনন্য। অন্যন্য কেন?

প্রশ্ন – এটা কি গ্রাম? 
উত্তর – এ টাকি গ্রাম।
প্রশ্ন – মাসী কি দিয়েছে?
উত্তর – মা সিকি দিয়েছে।
প্রশ্ন – অরুচি হলে নিম কি রুচিকর?
উত্তর – অরুচি হলে নিমকি রুচিকর।
প্রশ্ন – কে সব দেবতার মধ্যে পালন কর্তা?
উত্তর – কেশব দেবতার মধ্যে পালন কর্তা।
প্রশ্ন – বড়দিনে ভেট কি দিলে?
উত্তর – বড়দিনে ভেটকি দিলে। 
প্রশ্ন - পৃথিবীটা কার বশ?
উত্তর - পৃথিবী টাকার বশ।



শিক্ষক:-নারী সম্পর্কে যা জানো বলো?
ছাত্র:-বড়োই অদ্ভুত এই নারীকুল...
         মা হলে শাসন,প্রেমিকা হলে শোষণ
         আর বৌ হলে ভাষণ....
শিক্ষক:-এতদিন কোথায় ছিলিস?বুকে আয়. বাবা।
একদম ঠিক উত্তর দিয়েছিস...🤨

 Sir : হাসপাতাল কি বা কারে কয়....!?
Student :  পৃথিবী থেকে স্বর্গ যাওয়ার পথে রাস্তায় যে টোল - প্লাজাটা পড়ে, সেটাকেই হাসপাতাল বলে।
Sir : তোদের আর পড়াশোনার দরকার নেই ।।
সবাই পাস 😆😄😃

*অভূতপূর্ব গণিত:*

শিক্ষক : বিবাহের সময় কেন সাত পাকে বাঁধা হয়? সাত বার ঘোরানোর তাৎপর্য কি?

ছাত্র : কারন প্রত্যেকটা পাকই 360° ঘোরানো হয়। 360 এমন একটি সংখ্যা যেটা কিনা 1 থেকে 9 এর মধ্যে কেবলমাত্র 7 দিয়ে ভাগ করা যায় না। অর্থাৎ, 7 বার ঘুরলে বিবাহের পর স্বামী-স্ত্রীর সম্পর্কটা অবিভাজ্য হয়।

শিক্ষক : বাবা তুই আমার চেয়ারে এসে বস। 😇

Treatment for cold