Tuesday, August 7, 2018

What's app jokes in Bengali

আ’মরি বাংলা ভাষা

নিচে কটি প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হলো, প্রশ্ন-উত্তর গুলি নিজে নিজেই মজার এবং অনন্য। অন্যন্য কেন?

প্রশ্ন – এটা কি গ্রাম? 
উত্তর – এ টাকি গ্রাম।
প্রশ্ন – মাসী কি দিয়েছে?
উত্তর – মা সিকি দিয়েছে।
প্রশ্ন – অরুচি হলে নিম কি রুচিকর?
উত্তর – অরুচি হলে নিমকি রুচিকর।
প্রশ্ন – কে সব দেবতার মধ্যে পালন কর্তা?
উত্তর – কেশব দেবতার মধ্যে পালন কর্তা।
প্রশ্ন – বড়দিনে ভেট কি দিলে?
উত্তর – বড়দিনে ভেটকি দিলে। 
প্রশ্ন - পৃথিবীটা কার বশ?
উত্তর - পৃথিবী টাকার বশ।



শিক্ষক:-নারী সম্পর্কে যা জানো বলো?
ছাত্র:-বড়োই অদ্ভুত এই নারীকুল...
         মা হলে শাসন,প্রেমিকা হলে শোষণ
         আর বৌ হলে ভাষণ....
শিক্ষক:-এতদিন কোথায় ছিলিস?বুকে আয়. বাবা।
একদম ঠিক উত্তর দিয়েছিস...🤨

 Sir : হাসপাতাল কি বা কারে কয়....!?
Student :  পৃথিবী থেকে স্বর্গ যাওয়ার পথে রাস্তায় যে টোল - প্লাজাটা পড়ে, সেটাকেই হাসপাতাল বলে।
Sir : তোদের আর পড়াশোনার দরকার নেই ।।
সবাই পাস 😆😄😃

*অভূতপূর্ব গণিত:*

শিক্ষক : বিবাহের সময় কেন সাত পাকে বাঁধা হয়? সাত বার ঘোরানোর তাৎপর্য কি?

ছাত্র : কারন প্রত্যেকটা পাকই 360° ঘোরানো হয়। 360 এমন একটি সংখ্যা যেটা কিনা 1 থেকে 9 এর মধ্যে কেবলমাত্র 7 দিয়ে ভাগ করা যায় না। অর্থাৎ, 7 বার ঘুরলে বিবাহের পর স্বামী-স্ত্রীর সম্পর্কটা অবিভাজ্য হয়।

শিক্ষক : বাবা তুই আমার চেয়ারে এসে বস। 😇

No comments:

Post a Comment